শরিফপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, বাসে আগুন

doinikjamalpurbarta

আটোরিকশার

জামালপুর জেলার শরিফপুর ইউনিয়নে বাসের ধাক্কায় আটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় পর বিক্ষুব্দ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

 

 

রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর এলাকায় আলম চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার যাত্রী আবুল কাশেম (৩৫)। তিনি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শরিফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্দ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ