জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মউত্তর এলাকায় মোঃ বিল্লাল উদ্দিনের বসত বাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়,২৫/০২/২০২৫ ফেব্রুয়ারি রাত ৩ টা সময় মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে মোঃ ফেজর (৪০),পিতাঃ নাজিম উদ্দিন,মোঃ মারুফ (২০), পিতা-মোঃ ফেজর, মোঃ জয়নাল (৫৫), পিতা-মৃত তাছির সরকার, মোঃ আকাশ (২৫), পিতা-মোঃ জয়নাল,মোঃ আঃ মান্নান (৫৫), পিতা-মৃত তৈয়ব আলী সরকার আঃ খালেক মাষ্টার (৫০), মোঃ বাবুল (৪০), উভয় পিতা-মৃত তমিজ উদ্দিন সরকার,মোঃ তোফাজ্জল (৬২), পিতা-মৃত তৈয়ব আলী সরকার সহ প্রায় ২০ থেকে ২৫ জন লোক একত্রিত হয়ে বিল্লাল উদ্দিনের পরিবারের উপর হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
বিল্লাল উদ্দিনের ছেলে মোঃ হোসেন আলী জানান, নাজিম উদ্দিন ও তার পরিবারের সাথে তাঁদের জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিলো।
তবে ওই রাতে নাজিম উদ্দিনের সন্ত্রাসী বাহিনী জমি দখল করতে আসেলে। জমিতে বাধা প্রদানের করলে তাদের উপর হামলা চালায় এবং বাড়ির মূল্যবান জিনিসপত্র ও অর্থ লুট করে নিয়ে যায়। হামলার ফলে পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় বিল্লাল উদ্দিন জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন, অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্টরা।