ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধ : বুধবার ( ৬ ফেব্রুয়ারী ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।
অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত থ্রি স্টার ব্রিকস , মেসার্স রহমত উল্লাহ ব্রিকস, নাফিস ব্রিকস ও উজ্জ্বল ব্রিকসসহ চারটি ভাটায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে সেনাবাহিনীর সদস্য ও বকশীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসনা-উল- হুসনা বলেন, নানা অনিয়মের দায়ে ৪টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।