শরিফপুরে পুলিশের ওপেন হাউজ ডে

doinikjamalpurbarta

বিপুল নান্দিনা: মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই, কু-সংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক সমাজ গঠনের লক্ষে জামালপুর সদর উপজেলার শরিফপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৬ মার্চ) শরিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এসময় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবির ওসি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা, মসজিদের খতিব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ