জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদরে “ লিঙ্গ সমতা অর্জনের গতি, বিশ্বব্যাপী বেগবান করি ” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে এসপিকে হল রুমে (পিটিআই জামালপুর) এ উপলক্ষে এডাব জামালপুর জেলা শাখা এবং এসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাহী সম্পাদক পল্লীর কন্ঠ এম এইচ মজনু মোল্লা এর সভাপতিত্ব এবং সভাপতি এডাব জামালপুর মোহাম্মদ এনামুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান (ইংরেজি) সরকারি আশেক মাহমুদ কলেজ অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন (মুরাদ)

এসময় আরো বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আমির উদ্দিন,সভাপতি যুগলবানী এডভোকেট আবুল বাশার,,অধ্যক্ষ হোমিও কলেজ জামালপুর মোঃ মনিরুজ্জামান খান,বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ময়মনসিংহ) প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার,শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী মানসী গোস্বামী,সমাজ সেবিকা ও রাজনৈতিক কর্মী ছাইদা বেগম শ্যামা, শামিমা বেগম রুবি, মল্লিকা রানী সহ প্রমুখ।

আলোচনায় বক্তারা নারীদের সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হওয়ায় নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়। কর্মক্ষেত্র ও সমাজে নারী নির্যাতন রোধ এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

এ সময়ে প্রধান অতিথি কাছে থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ময়মনসিংহ) প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার,শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী মানসী গোস্বামী,সমাজ সেবিকা ও রাজনৈতিক কর্মী ছাইদা বেগম শ্যামা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ