শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন

ব্যবসায়ী ও সাধারণ জনতা।

আজ (রোববার) বিকালে শহরের মেডিকেল রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ব্যবসায়ী জুয়েল রানা ও আশরাফুর রহমান রাহাত।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় ভুগছে।

এই বর্বরতা মেনে নেয়া হবে না। বক্তারা আরও অভিযোগ করেন, ধর্ষকদের গ্রেফতার ও বিচারে কালক্ষেপন করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই।

এ সময় তারা অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহন করার জোর দাবিও জানান।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ