নিজস্ব প্রতিনিধি : জামালপুরে ৩২ বোতল বিদেশি মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু খান (৫৫) কে আটক করেছে জামালপুর থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দুই ধরণের ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জামালপুর শহরের দড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতরা মিন্টু খান পৌর শহরের দড়িপাড়া ইন্তাজ আলী খানের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সল আতিক জানান,মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী মিন্টু বিদেশী মদ ক্রয়-বিক্রয় করছে।
পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী মিন্টুকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী মিন্টুর ছেলেও এই মাদক ব্যবসায়ে জড়িতো আছে কি না তা আমরা খতিয়ে দেখবো। জড়িতো থাকলে তাকেও দ্রুত সময়ের মধ্যে আইনের আশ্রয়ে আনা হবে।