তুলসীপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

doinikjamalpurbarta

মোঃ বিপুল হোসেন, নান্দিনা : জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে সাদিয়া নামের ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ মার্চ) গতকাল সকালে এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর মা জানান, শুক্রবার সকালে বোনের সাথে বাড়ীর পাশে খেলছিল দুই প্রতিবন্ধী বোন। লাল মিয়া (৬০) নামের এক সিএনজি চালক বড় বোন সাদিয়াকে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।

মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশী এক নারী গিয়ে উদ্ধার করে। পরে পালিয়ে যায় অভিযুক্ত লাল মিয়া। অভিযোগযুক্ত ব্যক্তির বাড়ী জামতলী গ্রামে। ভুক্তভোগীর বাড়ীর পাশেই অভিযুক্ত ঐ ব্যক্তির শ্বশুরবাড়ী এবং সেখানেই সে থাকে।

জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের ডাক্তার এবং ভিকটিমের সাথে আমরা কথা বলেছি। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ