নিজস্ব প্রতিবেদক : জামালপুর সু-স্বাস্ব্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষণের দ্বিতীয়দিনের প্রশিক্ষণ শেষে।
জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের কিসমত শরীফপুরে সদর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় জনৈক কৃষানী আছিয়া বেগমের বাড়িতে রোপিত বসত বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় এ টিমে নেতৃত্ব দেন নেত্রকোনার বারটান আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামসুজ্জোহা।
পরিদর্শনের সময় জামালপুর সদর উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা,৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
১৬ মার্চ রবিবার জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের দ্বিতীয় দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হক,সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেবযানী ভৌমিক,জামালপুর সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শরীফ আ: বাসেদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, নেত্রকোনার বারটান আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামসুজ্জোহা।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্প ( বারটান অংগ) বারটান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার আয়োজনে অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা,মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,ইমাম,পুরোহিত ও পৃথক দুটি পর্বের ৬০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা কর্মকর্তা মোঃ এমদাদুল হক তার উদ্বোধনী বক্তব্যে বলেন,দৈনন্দিন জীবনে প্রশিক্ষণের বিকল্প নেই,এ কর্মশালায় সমাজের নেতৃত্বদান কারীরা অংশ নিয়ে অবশ্যই ভূমিকা রাখবেন।
উল্লেখ্য যে,একই বিভাগের আয়োজনে সদর উপজেলা কৃষি অফিসকক্ষে ৩০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে ৩দিন ব্যাপী অন্য একটি প্রশিক্ষনের আয়োজন চলছে বলে জানা যায়। অদ্য ১৮ মার্চ মমঙ্গলবার প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।