মোঃ বিপুল হোসেন, নান্দিনা : ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য দেওয়া সরকারি খাদ্য সহায়তার (ভিজিএফ) স্লিপ ভাগাভাগি নিয়ে অসন্তোষের জেরে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ মার্চ) গত রাতে জামালপুর সদর উপজেলার শরিফপুর বাজারে এ ঘটনা ঘটে।
এসময় শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা।
ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে ‘মিজানের দুই গালে জুতা মারো তালে তালে, অবৈধ কমিটি মানি না, মানবো না’। ইত্যাদি স্লোগান দেন শ্রমিক দলের নেতাকর্মীরা। স্লোগানেও নেতৃত্ব দিতে দেখা যায় শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক মিয়াকে। তিনি জানান, নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে।
কী ঝামেলা জানতে চাইলে মানিক বলেন, ভিজিএফের তিন হাজার পাঁচশো কার্ডের মধ্যে শ্রমিক দলের জন্য মাত্র একশ বিশটা কার্ড বরাদ্দ করা হয়েছে। এ জন্য নেতাকর্মীরা মনঃক্ষুণ্ন হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান জানান, এটা দুঃখজনক বিষয়। এ বিষয় নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি।