মঞ্জুরুল হক, দৈনিক জামালপুর বার্তা : গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার দোয়া ও ইফতার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে জামালপুর শহরের দেওয়ানপাড়াস্থ সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতা রফিকুল ইসলাম বাবলু।
গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সমন্বয়ক শিক্ষাবিদ মো.আমির উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের নেতা এড.তাজ উদ্দিন সবুজের পরিচালনায় বক্তব্য দেন,জেলা জামায়াতের সাধারন সম্পাদক এড.আব্দুল আউয়াল,ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শখার সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
ইফতার মাহফিলে অংশ নেন জামালপুরের বিভিন্ন শ্রেণি পেশাজীবির সদস্যরা।