মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলায় বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি। এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান।
বিট পুলিশিং সভায় ০৭ নং সিধুলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, মহোদয় এবং সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল-মামুন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ একটি বৃহৎ সংগঠন। এটি প্রধানতম আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ পুলিশ সত্যিকার অর্থে জন-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সর্বদা চেষ্টা করছে।
২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের মানুষের যে জন-আকাঙ্ক্ষা সেটি আমরা পূরণের সর্বাধ্য চেষ্টা করছি। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। শুধু আপনারা পাশে থাকবেন। আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন।
তিনি বলেন, আমরা অপরাধীর কোন বংশ পরিচয় দেখব না, কোন রাজনৈতিক পরিচয় দেখব না এমনকি ধর্ম-বর্ণ দেখব না।
অপরাধীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আমরা আপনাদের সাথে আছি। আপনাদের সকল আইনগত সুবিধা প্রদান করার ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।
এর আগে পুলিশ সুপার মহোদয় শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। পুলিশ ব্যারাক, অস্ত্রাগার এবং সকল বিষয় পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, মোঃ নাজমুস সাকিব, ওসি, ডিবি-১, জামালপুর, মোঃ মিজানুর রহমান রতন, সভাপতি ০৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপি, যুগ্ম আহবায়ক মাদারগঞ্জ উপজেলা বিএনপি, সম্মানিত সদস্য জামালপুর জেলা বিএনপি; বীর মুক্তিযোদ্ধা, মোঃ আলী আকবর মেলেটারি, সভাপতি ০৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি; মোঃ রফিকুল ইসলাম (বিএসসি), সাধারণ সম্পাদক ০৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপি, মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক বণিক সমিতি শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার; মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি ০৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি, মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত ০৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি’সহ ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।