বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ গণঅধিকার পরিষদ(জিওপি) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে শাহরিয়ার আহমেদ সুৃমনকে আহ্বায়ক ও আমির হোসেন কে সদস্যসচিব করে কমিটি করা হয়েছে।

গণঅধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন দলীয় প্যাডে স্বাক্ষরিত কমিটি শনিবার ( ১৯ এপ্রিল ) অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে যুগ্ম আহবায়ক পদে মোনাহার হোসেন, মোশাররফ হোসেন, শৈকত তালুকদার, ওবায়দুল ইসলাম,সাজ্জাদ তালুকদার, শহিদ আহম্মেদ, হুমায়ুন আহমেদ।

যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন, বাইজিদ বোস্তামি, গাজী লতিফ, আতিকুজ্জামান দিপ্ত, মোশাররফ মন্ডল, রিপন মাহমুদ।কার্যকরী সদস্য পদে আছেন আশিক হাসান মনির, লালন সরকার, রাহিদুল ইসলাম,সজিব মিয়া, লিটন মোল্লা, আশরাফুল ইসলাম, আব্দুল সাত্তার খানের নামসহ কমিটি ঘোষণা করা হয়।

শাহরিয়ার আহমেদ সুমন বলেন, ‘সবার সহযোগিতায় গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে বকশীগঞ্জে গণ অধিকার পরিষদ কাজ করে আসছে এবং এটি অব্যাহত থাকবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ