প্রথম আলোর সাবেক মাদারগঞ্জ প্রতিনিধি এ.কে আজাদ এর জানাজা সম্পন্ন

doinikjamalpurbarta

মাদারগঞ্জ প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর সাবেক মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মাদারগঞ্জ সাব রেজিস্টার কার্যালয়ের দলিল লেখক এ.কে আজাদ দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৯শে এপ্রিল রোজ শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া…………. রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৩ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখা, মাদারগঞ্জ প্রেসক্লাব ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
রোববার সকাল ১০ টায় মাদারগঞ্জ এ. এইচ. জেড. সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে মরহুমের স্মৃতিচারণ করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু,

মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, মাদারগঞ্জ পৌর জামায়াত ইসলামের আমীর মাওলানা আতিকুর রহমান সেলিম, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মরহুমের ছোট ভাই সাবেক কাউন্সিলর মোখলেছুর রহমান প্রমূখ।

এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বারীসহ সাংবাদিকবৃন্দ ও মুসল্লিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মরহুম এ কে আজাদ দৈনিক প্রথম আলো ও আমাদের সময় পত্রিকায় এবং পশু চিকিৎসক ও দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ