নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা সমিতির সাথে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তি মূলক অপ-প্রচার করা হচ্ছে দাবি করে মাদারগঞ্জে জামায়াতে ইসলামী উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার সেক্রেটারি ফরহাদ হোসেন বলেন, মাদারগঞ্জে সাধারন মানুষের জমাকৃত শতশত কোটি টাকা নিয়ে একাধিক সমবায় সমিতির মালিকগন আত্মগোপনে আছে।
গ্রাহকগণ তাদের জমাকৃত টাকা উদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে,এমনকি একজন গ্রাহক হৃদরোগে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে।আমরা উক্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জমাকৃত টাকা ও গ্রাহকের অধিকার আদায়ের যেকোন আন্দোলনে জামায়াতে ইসলামী সহযোগীতা করবে।জামায়াতে ইসলামী সব সময় নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে থাকাটা তাদের দায়িত্ব মনে করে।
তথাকথিত সমবায় সমিতির নামে মানুষের টাকা গ্রহন করেছেন তাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অনতিবিলম্বে মানুষের জমাকৃত টাকা ফেরত প্রদানের জন্য দাবি জানাচ্ছি।
উক্ত জমাকৃত টাকা উত্তলনের জন্যে যে আন্দোলন শুরু হয়েছে জামায়াতে ইসলামী এ আন্দোলনকে আন্তরিকভাবে সহোযোগিতা করে আসছে।গ্রাহকের প্রাপ্ত টাকা আদায়ের জন্য যেকোন সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে।
মাদারগঞ্জ উপজেলাধীন আল আকাবা সমবায় সমিতির মালিকগণ অতীতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত ব্যাক্তিবর্গ ছিলেন তাদের ব্যবসায়িক নিতি নৈতিকতার বিষয়টি সংগঠনের নজরে আসার পর প্রায় দুই বছর পূর্বে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয় এবং বহিষ্কার করা হয়।সমবায় সমিতি ও সমিতির সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সাথে সংগঠনের কোনো সম্পর্ক নাই।
আদর্শিক কারণে সমবায় সমিতির সকল কার্য কালাপকে জামায়াত ইসলামী সমর্থন করে না।বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসম্মুখে একাধিক বার অবহিত করা হয়েছে।
মাদারগঞ্জে প্রায় ২৩শের অধিক সমবায় সমিতির গ্রাহকের টাকা আত্মসাৎ করে মালিকগণ আত্মগোপন আছে। একটি সার্থবাদী মহল জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে।
আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।