নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতার চুরি করা গরুর মাংসের বিরিয়ানী নিয়ে কাড়াকাড়ি শিরোনামে একটি সংবাদ কালবেলা ডিজিটাল বিভাগে ৭০ লাখের অধিক মানুষ দেখায় সংবাদটির প্রতিবেদক কালবেলার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আকন্দ সোহাগকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব।
২৭ এপ্রিল রবিবার রাত ৯টায় জামালপুর প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয় এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, কালবেলার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি আকন্দ সোহাগ, চ্যানেল এস টেলিভিশনের জামালপুর প্রতিনিধি শামীম হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ কালবেলার সাংবাদিক আকন্দ সোহাগকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন এবং তার পেশাগত আরও সাফল্য কামনা করেন।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ এবং এটিএন বাংলার জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় এ সময় জামালপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সদস্য, সহযোগী সদস্যসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।