বকশীগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আজ সকাল ১১টায় বকশীগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন গরুহাটি গিয়ে শেষ হয়।
বকশীগঞ্জ প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় ও যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক, শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম তালুকদার শাকিল, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, প্রকৌশলী শ্রমিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বাবুল মিয়া, সহ সভাপতি দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল মিয়াসহ আরো অনেকেই।