নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় পাঁচ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এলাকার চাঁন মিয়া পরিবারের বিরুদ্ধে।
ঘটনাটি শনিবার সকালে ঘটেছে।১০০ বছরের পুরোনো এই রাস্তাটি বন্ধ করে দেয়ায় পাঁচ পরিবার বিপাকে পড়েছে।
তারা এখন মেইন রাস্তায় উঠতে পারবেনা।যেতে পারবেনা ওই পরিবারগুলো মসজিদে নামাজ পড়তে। এছাড়া তারা হাটবাজারসহ অন্যান্য প্রয়োজনেও পরিবারগুলো কোথাও যেতে পারবেনা।
এ ব্যাপারে এলাকার গ্রাম পুলিশ সদস্য আমিনুল ইসলাম বলেন,পারিবারিক বিরোধে চাঁন মিয়া আমাদের পাঁচ পরিবারের রাস্তা মেহগনি গাছের চারা লাগিয়ে বন্ধ করে দিয়েছে। এখন আমাদের মেইন রাস্তায় ওঠার মতো কোন সুযোগ থাকলনা,আমরা বিষয়টি নিয়ে এলাকাবাসির হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপরে ভোক্তভোগি আলামিন বলেন,তিনি চাঁন মিয়া পরিবারও এই রাস্তা দিয়ে যাতায়াত করতো,এখন তিনি রাস্তার মেইন পয়েন্টেের নিকট বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দিয়েছে,আমরা রাস্তাটি খুলে দেয়ার জন্য প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার চাই।
এ ব্যাপারে এলাকার মাতাব্বর লাটিম মাষ্টার বলেন,ওই রাস্তা দিয়ে এক সময় এলাকার অনেক লোকজন বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতো,এই রাস্তা বন্ধ করে দিলে মানুষগুলো বিপদে পড়বে।
এ ছাড়া তিনি রাস্তা খোলে দেয়ার জন্য চাঁন মিয়ার কাছে আবেদন রাখার কথাও জানান তিনি। এ ব্যাপারে চাঁন মিয়া বলেন,গ্রামের মাতাব্বরা আমার সাড়ে ছয় শতাংশ জায়গা বুঝিয়ে দিয়েছে। আমার জমিতে
শুধু গাছ কেন? দরকার পড়লে পুকুর দেব। তবুও রাস্তা দেবনা এখান দিয়ে।।