কনস্টেবল নিয়োগে কোনো টাকা নয়”—সতর্ক করলেন কুড়িগ্রামের এসপি মাহফুজুর রহমান

doinikjamalpurbarta

রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে ঘুষ লেনদেন ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান। তিনি বলেছেন, “শেষবারের মতো অনুরোধ করছি, কনস্টেবল নিয়োগের জন্য কাউকে এক পয়সাও দেবেন না।”

এসপি মাহফুজুর রহমান জোর দিয়ে জানান, আগের নিয়োগ প্রক্রিয়ায় ৬০ জন প্রার্থী শুধুমাত্র মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন—কোনো ঘুষ ছাড়াই। তিনি প্রশ্ন রাখেন, “আপনাদের কী প্রমাণ দিলে বিশ্বাস করবেন?”

তিনি আরও বলেন, “কনস্টেবল নিয়োগের আশ্বাস দিয়ে কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে তাকে আটকে দিন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করবে। যদি কেউ ইতোমধ্যে কাউকে টাকা দিয়ে থাকেন, তাহলে দ্রুত তা ফেরত নিন।”

লিখিত পরীক্ষা:
তারিখ: ৪ মে ২০২৫, রবিবার
সময়: সকাল ১০টা
স্থান: কালেক্টরেট স্কুল, কুড়িগ্রাম

পুলিশ সুপার তাঁর বক্তব্যে অভিভাবক, প্রার্থী এবং সাধারণ নাগরিকদের কাছে অনুরোধ করেন, নিয়োগে স্বচ্ছতা ও মেধা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার জন্য। নিয়োগে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে জানান তিনি।

এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে স্থানীয় থানায় বা জেলা পুলিশের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ