নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলায় সদ্য গঠন হওয়া রেড-ক্রিসেন্ট সোসাইটির কমিটি নিয়ে পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কমিটি গঠনে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
দুপুরে শহরের দেওয়ান পাড়া মোড় এলাকা থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি সমাবেশ করে। সমাবেশে জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম সজিব এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামনু বক্তব্য দেন।
বক্তারা বলেন, জামালপুর রেড-ক্রিসেন্ট সোসাইটির কমিটিতে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যক্রমের সমালোচনা করেন এবং হুশিয়ারি দেন।
সমাবেশ শেষে জেলা প্রশাসক স্মারকলিপি দেয়া হয়।
এই ঘটনার পর রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের অনুমোদিত কমিটি সহ- সভাপতি মাহবুবুর রহমান জিলানী এবং সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, রেড ক্রিসেন্ট সোসাইটি এক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মানবিক কাজের মাধ্যমে নিজেদের নিয়োজিত করতে হয়। কিন্ত জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের নবগঠিত কমিটি নিয়ে যে ঘটনা রাজনৈতিক ব্যানারে করা হয়েছে সেটা দুঃখজনক। তিনি জেলা প্রশাসক এবং কমিটির ৩ জন সদস্য সর্ম্পকে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।
দীর্ঘ দিন পর গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যানের অনুমোদনক্রমে জামালপুর রেড ক্রিসেন্ট কমিটির অ্যাডহক কমিটির দেয়া হয়। সোসাইটির মহাসচিব ড. কবির মোঃ আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত কমিটিতে মাহাবুবুর রহমান জিলানীকে ভাইস চেয়ারম্যান, রিজভী আল জামালী রঞ্জুকে সেক্রেটারী এবং ড. নিলোফার চৌধুরী মনি, এডভোকেট মুফতী মোঃ মঞ্জুর আলম, শামীমা খান, জাহাঙ্গীর আলম, মোঃ জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম বুলবুল,এডভোকেট মোঃ সাঈদ বিন আনোয়ার সজিব এবং মীর ইসহাক হাসান ইখলাসকে সদস্য করা হয়।
পরে গত ১৫ মে কমিটির সাধারণ সম্পাদক রিজভী আল জামালী রঞ্জুকে পরিবর্তন করে খায়রুল ইসলাম লিয়নকে সাধারণ সম্পাদক করে কমিটি দেয়া হয়।
এই ঘটনায় জামালপুর বিএনপির নেতাকর্মীরা মিছিল সমাবেশ করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করে সদ্য কমিটির নেতৃবৃন্দ।