অবশেষে সন্ধান মিলল যমুনার তীরের সেই বেওয়ারিস জাহাজের মালিকের

doinikjamalpurbarta

সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিম : অবশেষে মালিকের সন্ধান পাওয়া গেল সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে ভেড়ানো বেওয়ারিস জাহাজের।

এটি যমুনা রেলসেতুর কাজে ভাড়া নেওয়া হয়েছিল। সেখান থেকে জাহাজটি চুরি হয়। এ ঘটনায় নৈশ প্রহরীসহ তিনজনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মামলা হয়েছে।

অবশেষে সন্ধান মিলল যমুনার তীরের সেই বেওয়ারিস জাহাজের মালিকের

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে জাহাজটি চুরির ঘটনায় মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

শনিবার (১৭ মে) রাতে মামলাটি এজাহারভুক্ত হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা জানান, চাঁদগাও এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিনের ১০ থেকে ১২টি জাহাজ রয়েছে।

এম টি আনোয়ারা নাসির-২ জাহাজটি যমুনা রেলসেতু বাস্তবায়নকারী সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান টিএলএনকে ভাড়া দেওয়া হয়েছিল।

সেতুর কাজ শেষে ওই কোম্পানি চলে যায়। এরপর যমুনায় নাব্যতা সংকটের কারণে জাহাজটি নদীর পূর্বপাড়ে ভিড়িয়ে রাখা হয়।

জাহাজটি দেখাশোনার জন্য গার্ড জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু গার্ড জাহাঙ্গীর অন্য কারও সঙ্গে যুক্ত হয়ে এটা চুরি করে। পরে আমরা বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করেছি।

জাহাজটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। ইতোমধ্যে এর প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী ও মাঝিরা জানান, ‌‌এম টি আনোয়ারা নাসির-২ নামের নৌযানটি কয়েকদিন আগে জাহাজটি এনায়েতপুর স্পার বাঁধের ৫শ গজ দক্ষিণে দেখা যায়।

এর মাঝে একটি চোর চক্র লোহা কাটার যন্ত্র নিয়ে এর ওপরের অংশ এবং ইঞ্জিনটি কেটে নৌকায় করে নিয়ে যায়। বিষয়টি পুলিশ জানার পর চক্রের সদস্যরা আর আসেনি।

সেই থেকে এনায়েতপুর স্পার বাঁধে যমুনা নদীর তীরে ভেড়ানো রয়েছে জাহাজটি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ