সম্পাদকীয় পোস্ট : মহাসড়কে চলছে ধান ও খড় শুকানোর মহড়া,বিপাকে গাড়ীচালক। ভাটারা থেকে জামালপুর যাওয়ার পথের চিএ এটি।প্রায় পুরো সড়ক জুড়েই এই অবস্থা।
একপাশে ধান এমন ভাবে রোদে শুকানো হচ্ছে যেন একেক জনের নিজস্ব জায়গা। কেউ কেউ আবার ধানের উপর গাড়ী যাতে না আসে তার জন্য ধানের পাশ দিয়ে গাছের গুড়ি ইত্যাদি দিয়ে রাখে।
আবার রাস্তার উপর খড় শুকাতে না দিলে তো একপ্রকার জায়গাজমি আছে মানুষ টেরই পাবে না এমন অবস্থা।
বাড়িতে জায়গার সংকুলান হতেই পারে, তাই বলে এমন ভাবে দিচ্ছে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হচ্ছে গাড়ী চালকদের।কারন ধান মাঝ বরাবর থাকলে তখন গাড়ি একলেনে চলতে হয় যার কারনে এক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভবনা তৈরি হয়।
যারা,মানুষের নিরাপত্তার কথা না ভেবে এই ভাবে ধান,খর শুকাচ্ছে তার একবার হলেও সড়কের গাড়ি যাতায়াতের কথা চিন্তা করা উচিত।
এক সিএনজি চালক জানায়, এভাবে ধান খড় শুকানোর জন্য রাস্তা ছোট হয়ে আসে।এই রাস্তা দিয়ে ভারী যানবাহনাহ ছোট বড় অনেক গাড়ী চলাচল করে।কিন্তু ধান খড় শুকানোর জন্য রাস্তা চাপা হয়ে যায় যার কারনে আমাদের গাড়ী চালাতে সমস্যা হয়।
আরেক অটো চালক জানায়, ধান খড় শুকানোর জন্য অর্ধেক রাস্তা তারা বন্ধ করে রাখে।খড়ের কারনে অটো চলতে সমস্যা হয়।খড়ের উপর দিয়ে অটো চলার সময় অটোর চার্জ টেনে নেয়, আর অটোও আস্তে চলে।আবার বৃষ্টি হলে এগুলা পচে রাস্তায় স্লিপ ও কাটে যার কারনে দুর্ঘটনাও ঘটে।
স্থানীয়দের দাবী এই কর্মকান্ড সবার চোখের নাগালে অথচ দায়িত্বশীল কারো কোন কোন উদ্যোগ নেই।যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের সুদৃষ্টি কামনা করেছে বহু গাড়ী চালকসহ যাত্রীরা।