রৌমারী প্রতিনিধি :কুড়িগ্রাম রৌমারী উপজেলা সিএনজি স্যান্ড থেকে রবিবার ২৫ মে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ সেখানে এসে স্কুল কলেজের ব্যাগ থেকে ১৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার করে।
আটককৃত, সায়েদ আলীর ছেলে রবিউল ইসলাম রবিন(২৬ নীলুর খামার গ্রামের
মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান( ৩৬)
থানা নাগেশ্বরী,২।
নীলুর গ্রামের খামার কাশিরভিটা,থানা নাগেশ্বরীকে গ্রেফতার করি। রৌমারী ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান
আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজূ প্রক্রিয়াধীন।এদিকে, স্থানীয়দের মধ্যে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে।
তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।