জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে একাধিক কুচক্রী মহলের ষড়যন্ত্র ও প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকালে শহরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম সেলিম, প্রতিষ্ঠানের সভাপতি মো: ওহেদুর রহমান ও
শিক্ষার্থী মীর সাব্বির।

এসময় প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম সেলিম বলেন, জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের সুনামের কারণে ঈর্ষান্বিত হয়ে একদল কুচক্রি মহল অপ্রচার চালাচ্ছে।

প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি। এর জন্য প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান প্রধানের কোন গাফেলতি নেই। এই ১৩ জন শিক্ষার্থী কোন না কোন প্রতিষ্ঠানে ভর্তি ছিলো।ঐ প্রতিষ্ঠান থেকে যতক্ষণ পর্যন্ত অনলাইন টিসি না আনতে পারবে।

ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের দাবী করতে পারি না।সেই সাথে আমাদের কোন সুযোগও নেই। আমরা বার বার বলার পরেও যারা সময়মতো অনলাইন টিসি আনতে সক্ষম হয়েছে তারা সবাই প্রবেশপত্র পেয়েছে। যারা ব্যর্থ হয়েছে তারা প্রবেশপত্র পায় নাই।

তিনি আরও বলেন, আমাদের কোন গাফেলতি না থাকা স্বত্বেও একাধিক কুচক্রী মহলের প্ররোচনায় আমাদের প্রতিষ্ঠানের নামে কুৎসা রটনা হচ্ছে। যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ