মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জসিমউদ্দিন, গুনারীতলা ইউনিয়নের প্রশাসক মোঃ নূর আলম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি রইছ উদ্দিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
এছাড়াও সিধুলী ইউনিয়নের প্রশাসক শাহাদুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চোরাচালান দমন, সামাজিক শৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।