নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদরে ব্র্যাকের আয়োজনে
কিশোরীদের স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মোল্লাপাড়া
গ্রামের থাকবো নাকো বদ্ধ ঘরে পর্বের -০২ সেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিশোরীরা ২ বছর পূতি উপলক্ষে কেক কাটে। মেলায়
কিশোরীরা ৩ টি ষ্টল তৈরি করে।
ষ্টলে নিজেদের স্বপ্ন উপস্থাপন করে ও নাচে গানে উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করে।
কেউ অভিনয় করে কেউ বা নিজ বক্তব্য উপস্থাপন করে। ২ বছর পূতি উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।
সদর উপজেলায় ১০টি স্বপ্নসারথি কিশোরী দল রয়েছে,প্রতি দলে ২০-২৫ জন কিশোরী রয়েছে, উপস্থিত বক্তৃতা দেয় আফরিন, সানজিদা, তারা বলে নিজেদের স্বপ্ন পুরন করবে,অসহায় মানুষের পাশে দাঁড়াবে।কিশোরীরা বাল্যবিবাহ করবেনা বলে একমত প্রকাশ করে,বাল্যবিয়ের মত ঘটনা ঘটলে ১০৯,৯৯৯ এ ফোন দিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ করবে তাদের বক্তব্যে উঠে আসে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিসার সেলপ মো. আলমগীর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক হাফিজা খানম,ডেপুটি ম্যানেজার সেলিম রেজা ।