মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সবার আগে কুড়িগ্রাম এর স্বপ্নদ্রষ্টা, কুড়িগ্রামের গর্ব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রামের কৃতি সন্তান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ-এর দৈনিক বাংলার মানুষ পত্রিকা কার্যালয়ে শুভাগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় দৈনিক বাংলার মানুষ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ লিয়াকত আলী। এ সময় এনসিপি’র কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মুকুল মিয়াসহ সংগঠনের নেতা-কর্মী ও দৈনিক বাংলার মানুষ পত্রিকা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. আতিক মুজাহিদ বলেন- পিছিয়ে পরা কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার স্বপ্ন। কুড়িগ্রামের চরাঞ্চলের উন্নয়নের পাশাপাশি আমি জেলার মানুষের ভাগ্য উন্নয়নের পাশে থাকতে চাই। আমার জেলার প্রতিটি মানুষ এগিয়ে গেলে, এগিয়ে যাবে কুড়িগ্রাম, এগিয়ে যাবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, কুড়িগ্রামের লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে নিয়ে আমার একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়ন করা হলে কুড়িগ্রামকে রোল মডেল হিসেবে তুলে ধরা যাবে।