জামালপর সদরের খুপীবাড়ি এম,এম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ৪১ পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জনই ফেল।

doinikjamalpurbarta

এস আলম জামালপুর দক্ষিণ : জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের খুপীবাড়ি এম,এম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি/২৫ পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থীর মধ্যে (এক জন অনুপস্থিত) মাত্র ৬ জন কৃতকার্য হয়েছে, যা বিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে গুরুতর প্রশ্ন অভিযোগ হয়েছে।

এমন হতাশাজনক ফলাফলের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদ্যালয় থেকে ৪১ জন শিক্ষার্থী মধ্যে এসএসসি /২৫;পরীক্ষায় অংশ নিলেও তাদের মধ্যে ৩৫ জনই অকৃতকার্য হয়েছে, ও পাশ কর মাত্র ৬ জন।

এই ফলাফল শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎকেই অনিশ্চিত করে তোলে না, বরং বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাব্যবস্থার দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে যথেষ্ট মনোযোগ দেন না।

নিয়মিত ক্লাস না নেওয়া, সিলেবাস সময়মতো শেষ না করা, এবং শিক্ষার্থীদের individualized কেয়ারের অভাব – ইত্যাদি বিষয়গুলো বারবার উঠে আসছে। এছাড়া, শিক্ষকদের অনুপস্থিতি এবং ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এমন অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা এবং প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে এমন বিপর্যয়কর ফলাফল।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শিক্ষক-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে, ভবিষ্যতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন আরও অন্ধকারে নিমজ্জিত হতে পারে।

স্থানীয় প্রশাসন এবং শিক্ষা বোর্ডের উচিত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে খুপীবাড়ি এম,এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মানসম্মত শিক্ষা লাভ করতে পারে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ