মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ খুন: মামলায় প্রবাসী ফরিদ গ্রেপ্তার

doinikjamalpurbarta

রমজান আলী, মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী গ্রামে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে মাসুদ প্রামাণিক (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাসুদ একই এলাকার সমাউত ওরফে সত্তা প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) রাতে চাচার বাড়িতে ঘুমাতে গেলে দুর্বৃত্তরা মাসুদকে ছুরিকাঘাতে হত্যা করে এবং তার চাচা রুবেল প্রামাণিককেও হত্যা চেষ্টা চালায়। রোববার সকালে ঘরের দরজা ভেঙে মাসুদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত রুবেল প্রামাণিককে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

এই ঘটনার পর নিহত মাসুদের বাবা সমাউত ওরফে সত্তা প্রামাণিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের প্রতিবেশী ও মামলার আহত সাক্ষী রুবেল প্রামাণিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদ প্রামাণিক (৩৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার (১৫ জুলাই) মডেল থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। হত্যাকাণ্ডটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ