বকশীগঞ্জে মটরসাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু

doinikjamalpurbarta

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনায় কামরুজ্জামান (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে পৌর এলাকায় নয়াপাড়া মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান পৌর এলাকার মালিরচর নামা পাড়া গ্রামের আব্দুল হক বাচ্চু মাস্টারের ছেলে।

জানাগেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নয়া পাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মাথায় গুরুত্বর আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কামরুজ্জানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়

বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইস‌তিয়াক আহা‌ম্মেদ , সত্যতা নিশ্চিত করে দৈনিক জামালপুর বার্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ