নিজস্ব প্রতিবেদক : জামালপুরের প্রবীণ প্রয়াত সাংবাদিক মুহাম্মদ নূরুল হক জঙ্গির মৃত্যুতে শোক জানিয়ে এবং পল্লীকন্ঠ পরিবারের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পল্লীকন্ঠ পরিবার।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তাদের প্রতিবাদ, ২৮ জুলাই মানববন্ধনের ঘোষণা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে জামালপুর শহরের বাগানবাড়িস্থ পল্লীকন্ঠ পত্রিকার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত নূরুল হক জঙ্গির সহধর্মিণী খায়রুন নেসার সভাপতিত্বে সভায় বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পত্রিকার শুভানুধ্যায়ীরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন: মো. আমীর উদ্দিন – সভাপতি, জেএসডি জামালপুর জেলা, সাংবাদিক মেহের উল্লাহ,
মির্জা হুমায়ুন কবির, শাহ আলী বাচ্চু, সজল, বজলুল করিম, বিষ্ণ চন্দ্র মণ্ডল – সাবেক সাধারণ সম্পাদক, জেলা কৃষকদল, আলমগীর শাহজাহান, সাংবাদিক আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, সম্পাদক, সত্যের সন্ধানে প্রতিদিন, সাংবাদিক শাহ জামাল, আরাফাত হোসেন শাকিল, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (সদর), সাংবাদিক জিএইচ হান্নান, বিপুল মিয়া, ওসমান গনী স্বাধীন, ফটো সাংবাদিক শাহবুল আকন্দ, সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “দীর্ঘ পথ পেরিয়ে পল্লীকন্ঠ পত্রিকা আজ শুধু জামালপুর নয়, বরং জাতীয় পর্যায়েও একটি পরিচিত গণমাধ্যমে পরিণত হয়েছে। প্রয়াত সম্পাদক নূরুল হক জঙ্গির স্মৃতি এবং এই পত্রিকার অর্জনকে রক্ষা করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তারা আরও বলেন, “একটি কুচক্রীমহল পত্রিকার সদস্যদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক ও সাংবিধানিক প্রতিবাদ গড়ে তুলতে হবে।”
সভা থেকে ঘোষণা দেওয়া হয় যে, আগামী ২৮ জুলাই, সোমবার জামালপুরের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান এবং একই দিন মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সকল শুভাকাঙ্ক্ষীদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে সাংবাদিক নূরুল হক জঙ্গির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।