সরিষাবাড়ীতে ইয়াবা কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৩

doinikjamalpurbarta

সরিষাবাড়ি স্টাফ রিপোর্টার :জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২০ জুলাই) গভীর রাতে ২৬ বীর তারাকান্দি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পঞ্চাশী এলাকায় ইয়াবা ব্যবসায়ীর উপর অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনজন ইয়াবা ব্যবসায়ীদের পঞ্চাশী বাজারে রমিজ উদ্দিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- মো. টিপু(৫৫)পিতা: মৃত মোঃ ময়নুল গ্রাম: কামারজানি,ধনবাড়ী,টাংগাইল।

মোঃ বাদল(৩৫)পিতাঃ মোঃ আব্দুল হক গ্রামঃ পাচপোটল,ধনবাড়ী টাংগাইল।নাজিম(৩০)পিতাঃ মোঃ বদিউজ্জামাল গ্রামঃ পাচপোটল, ধনবাড়ী,টাংগাইল।
আটককৃতদের কাছ থেকে,ইয়াবা -১০৬ পিস,কন্ট্রোলার -২ পিস, হিরোইন ১গ্রাম (২১ পুরিয়া)
মোবাইল ৫ টি(অ্যান্ড্রয়েড -১ টি,বাটুন ফোন-৪ টি) নগদ টাকা -৪২২৪০।

তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নি:) মোঃ জসিম উদ্দিন মামলা দায়ের করে।সরিষাবাড়ী থানার মামলা নম্বর ১১।

অভিযানে অংশগ্রহণকারী সেনাসদস্যদের এ পদক্ষেপে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছে এবং মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ