জামালপুর সদর উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : সোমবার ২১ জুলাই ২০২৫ বিকাল ২.০০ ঘটিকায় জামালপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম এর সভাপতিত্বে জামালপুর সদর উপজেলার সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন এর সঞ্চানালয়ে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী হায়দার, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক, সরকার নাছিমা আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক, আবু ইলিয়াস মল্লিক, সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল আতিক, সহকারী সমাজসেবা অফিসার, মদন গোপাল পাল, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, জামালপুর সিটি প্রেসক্লাবের কার্যকরী সদস্য গণমাধ্যম কর্মী আল বিল্লাল খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আয়োজনে : উপজেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর সদর।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ