রৌমারীতে জুয়ার আসর থেকে ১১ জন আটক।

doinikjamalpurbarta

রৌমারী – প্রতিনিধি: রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন জুয়ারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
১। মোঃ স্বাধীন মিয়া (৩০), পিতা-মৃত মিজবার রহমান, ২। মোঃ ইউসুফ আলী (২৫), পিতা-মৃত গয়েজ উদ্দিন, (উভয়েই খেতারচর গ্রামের বাসিন্দা) ৩। মোঃ জিয়ারুল ইসলাম (৪৮), পিতা-মৃত আব্দুর রহমান, ৪। মোঃ ফুল মিয়া (৩৫), পিতা-মোঃ ফয়জার আলী, ৫। মোঃ আশরাফুল ইসলাম (৫২), পিতা-মৃত বাবর আলী, ৬। মোঃ ইসলাম মিয়া (৫০), পিতা-মৃত লালু শেখ, ৭। মোঃ মহিজল মিয়া (৩৮), পিতা-মৃত নুর হোসেন, ৮। মোঃ আজিবর রহমান (২৯), পিতা-মোঃ আফাজ উদ্দিন, ৯। মোঃ শরিফুল ইসলাম (৪৩), পিতা-মোঃ ফজর রহমান, ১০। মোঃ মতিয়ার রহমান (৩৮), পিতা-মৃত হাকিম উদ্দিন, ১১। মোঃ লালন মিয়া (৪৫), পিতা-মৃত আবুল কাশেম, ১২। মোঃ টুনু মিয়া (৬২), পিতা-মৃত জয়নাল সরকার— সবাই ছাট কড়াইবাড়ি এলাকার বাসিন্দা, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম)। পুলিশ জানায়, অভিযানের সময় এদের মধ্যে একজন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ