রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নব্যচর এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বিয়ের একদিন আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শাহআলম (২২) নামে এক যুবক।
নিহত শাহআলম নব্যচর এলাকার শাহজামালের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল ২৭ জুলাই ছিল তার বিয়ের দিন। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। নিজ হাতে নিজের বিয়ের যাবতীয় আয়োজনও করেছিলেন শাহআলম। কিন্তু নতুন জীবনের স্বপ্নপূরণের আগেই ঘনিয়ে আসে নির্মম পরিণতি।
আজ (২৬ জুলাই) নিজ ঘরে ফ্যানের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। একইসঙ্গে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নতুন জীবনের স্বপ্নভঙ্গের এমন করুণ দৃশ্য দেখে অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি। শাহআলমের মৃত্যু এলাকার মানুষের মাঝে বইছে শোকের আভাস।