সরিষাবাড়ীতে জনদুর্ভোগ লাঘবে এনসিপি নেতাদের মানবিক উদ্যোগে রাস্তা মেরামত

Md Mahabubur Rahman

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ-জুলারখুপী-সাপলেন্জা সংযোগ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকায় রাস্তায় সৃষ্টি হয় বড় বড় গর্ত।এতে করে চলাচলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী পরিবহনসহ অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও দীর্ঘদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাস্তাটির অবস্থা আরও করুণ হয়ে পড়ে।
এই অবস্থায় সাধারণ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে নিজ উদ্যোগে এগিয়ে আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নেতারা।
সরিষাবাড়ী উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সুমন শেখ, যুগ্ম সমন্বয়ক আনোয়ারুল কবীর সোহাগ, সদস্য রফিকুল ইসলাম এবং ভাটারা ইউনিয়নের এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ মিলে শুক্রবার বিকেলে
নিজস্ব অর্থায়নে ইট, বালু ও খোয়া কিনে গর্তগুলো মেরামতের কাজ শুরু করেন।
তাদের এ কাজে স্থানীয় যুবক ও এলাকাবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে করে রাস্তা কিছুটা হলেও চলাচলের উপযোগী হয়ে ওঠে।
একজন স্থানীয় বাসিন্দা রাকিব হোসাইন রকিব বলেন, অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিলাম। রাস্তায় পা রাখা যায় না। স্কুলে ছাত্র-ছাত্রীদের যেতে হয় কাঁদা মাড়িয়ে।এখন কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।”
সরিষাবাড়ী উপজেলার এনসিপির যুগ্ন সমন্বয়কারী আনোয়ারুল কবীর সোহাগ বলেন,এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তাদের দুর্ভোগ আমাদের কষ্ট দিত। জনপ্রতিনিধিরা কিছুই না করায় আমরা নিজেদের সাধ্যমতো উদ্যোগ নিয়েছি। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—তারা যেন দ্রুত স্থায়ীভাবে রাস্তাটি সংস্কার করে দেয়।”
এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসার ঝড় তোলে।স্থানীয়দের মতে,যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা নিরব, সেখানে রাজনৈতিক দলের নেতাদের এই ভূমিকা আমাদের জন্য আশার আলো।”
এই ঘটনা প্রমাণ করে, আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে কোনো পদ বা ক্ষমতা ছাড়াই মানুষের জন্য কাজ করা সম্ভব।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ