জামালপুর পৌরশহরে জলবদ্ধতা, নেই কোন পানি নিষ্কাশন ব্যবস্থা

doinikjamalpurbarta

শাকিল হোসেন : অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার কবলে পড়ে যায় ৩ টি এলাকার অসহায় মানুষজন এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা৷

স্থানীয় এলাকাবাসীরা জানায়,পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অতি অল্প বৃষ্টিতেই ঘরবাড়ি রাস্তাঘাট সব পানিতে তলিয়ে যায়৷পানিতে ডুবে যায় রান্নাঘর যার ফলে থাকতে হয় অনাহারে স্কুল পড়া ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না৷
তারা আরো বলেন পৌরসভা থেকে পানি নিষ্কাশনের জন্য কোন ব্যবস্থা করে দেয়নি

এবং তিনটি এলাকার পানি একত্রিত হয়ে জামালপুর মেডিকেল কলেজ সংলগ্ন কালভার্ট এর মাধ্যমে একটি পতিত জমিতে যেয়ে পড়ে কিন্তু জমির মালিক কালভার্ট টির মুখ বন্ধ করে মাটি ভরাট করার কারণে পানি যাবার আর কোনো রাস্তা না থাকায় আরো অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় এলাকাবাসীর এ বিষয়ে পৌরসভায়  আবেদন করার পরেও পৌরসভা পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা করেনি

অবশেষে আজ  ৩/০৮/২৫ ইং তারিখে বাধ্য হয়ে এলাকাবাসী সকলে মিলে কালভার্ট টির মুখ আবার খুলে দেয় এবং স্থানীয় এলাকাবাসীরা জানাই দ্রুত পৌরসভা থেকে তাদের পানি  নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে তারা এ জলবদ্ধতা থেকে রক্ষা পাবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ