কেন্দুয়া নয়াপাড়া তরুণ সংঘ’ উদ্যোগে সাঁকো তৈরি

doinikjamalpurbarta

বিপুল মিয়া :  জামালপুর সদর উপজেলার
কেন্দুয়া নয়াপাড়া তরুণ সংঘ’ উদ্যোগে সাঁকো তৈরি কাজ চলমান রয়েছে।

জানা গেছে, কেন্দুয়া নয়াপাড়া, কেন্দুয়া রায়হানপাড়া হয়ে কেন্দুয়া কালিবাড়ী বাজারে যাওয়ার সহজ ও স্বল্প দূরত্বের গুরুত্বপূর্ণ এই একমাত্র আইল পথের বেশ কয়েক জায়গায় প্রশস্ত ও গভীর গর্ত তৈরি হয়,ফলে দীর্ঘদিন যাবত স্কুলগামী শিশু ও নানা পেশাজীবী মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

কেন্দুয়া নয়াপাড়া তরুণ সংঘ এর কয়েকজন উদ্যমী তরুণের শ্রমে কয়েক জায়গায় সাঁকো তৈরি করে চলাচল রয়েছে এবং উপযোগী করে দেওয়া হয়।

এই সংগঠনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নজর দেওয়ার জন্য সংগঠনের নেতৃবৃন্দ আহ্বান জানান।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ