নিজস্ব প্রতিবেদক : জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে এ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
হর্টিকালচার সেন্টার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। এরপর শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়, র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীরের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অন্যানরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দেশের মৎস্য খাত রক্ষা করতে বেশি বেশি মৎস্য উৎপাদনের পাশাপাশি পোনামাছ রক্ষা করতে হবে। প্রকৃতিকভাবে সৃষ্ট জলাশয়গুলো আমাদের রক্ষা করতে হবে যাতে দেশী মাছের সংকট সৃষ্টি না হয়।
আলোচনা সভা শেষে জেলার মৎস্য খাতে অবদান রাখায় চার জন মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করা হয়।।