নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলার মাদারগঞ্জের পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল-এর অডিও ফাঁস হওয়ার ঘটনায় তিনি সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফাঁস হওয়া অডিওতে তাকে বলতে শোনা যায়-‘ডিআইজির বইনতে, আমি খাবো না তো ক্যারা খাব’। এ অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে খালেদ মাসুদ বলেন-‘গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিওটি দেখেন। অডিওটি গত রমজান মাসের একটি ইফতার মাহফিলের প্রস্তুতি সভার আগে রেকর্ড করা হয়। ওই সভায় পৌর বিএনপির সভাপতি আবদুল গফুর, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রাকিব লিটন, সাবেক সভাপতি হাবলুল গাজী বেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তিনি বলেন-‘আমরা পারিবারিক গল্প গুজব করছিলাম। এ সময় কৌশলে আমাকে উসকানিমূলক কথা বলা হয়। আমি রাগ ও ক্ষোভ সামলাতে না পেরে ইয়ারকির ছলে কিছু কথা বলি, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। স্বার্থন্বেষী মহল আমার অগোচরে কথোপকথনটি রেকর্ড করে ছড়িয়ে দিয়েছে।’
তিনি দাবি করেন- এই ঘটনার মাধ্যমে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার, ব্যক্তিগত ইমেজ ও পারিবারিক ঐতিহ্য ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি দলের সিনিয়র নেতাদের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
খালেদ মাসুদ তালুকদারের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শকের (ডিআইজি) আশরাফুর রহমানের ভগ্নিপতি।