জামালপুরে ডা. রুপালী ও তাঁর সহযোগীদের ভুল অস্ত্রোপচারের কারণেই প্রসূতি মৃত্যুর অভিযোগ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি : জামালপুরে বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালে ‘ভুল’ চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

ভুক্তভোগী জোনাকি আক্তার (১৮) সদর উপজেলার বিয়ারা পলাশতলা এলাকার রাকিবুল ইসলামের স্ত্রী। তাঁর স্বজনদের অভিযোগ, গাইনি বিষয়ে ডিগ্রিবিহীন চিকিৎসক দিয়ে ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারের কারণেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে।

স্বজনরা জানান, গত ১২ আগস্ট সন্ধ্যায় গৃহবধূ জোনাকির প্রসব ব্যথা শুরু হয়। ওই রাতেই তাঁকে জামালপুর শহরের কাছারিপাড়া এলাকার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২টার দিকে হেঁটে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন তিনি। পরে অস্ত্রোপচার করেন ডা. জান্নাতুল ফেরদৌস রুপালী। এরপরই অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর অবস্থা খারাপ

হয়ে যায়। ওই অবস্থায় তাঁকে পাঠিয়ে দেওয়া হয় জামালপুর জেনারেল হাসপাতালে। খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রোপচারের পর জোনাকির শরীরে রক্তক্ষরণ শুরু হয়, যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরদিন তাঁকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত সোমবার রাত ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জোনাকির ভগ্নিপতি জাকিরুল ইসলাম অভিযোগ করেন, ডা. রুপালী ও তাঁর সহযোগীদের ভুল অস্ত্রোপচারের কারণেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তিনি বলেন, ‘সুস্থ মানুষকে নিয়ে গিয়েছিলাম, লাশ নিয়ে বাড়ি ফিরছি। আমরা ন্যায়বিচার চাই।’

ঘটনা শুনে সিভিল সার্জন আজিজুল হক মঙ্গলবার বিকেলে লাইফ কেয়ার হাসপাতালে গিয়ে ওই রোগীর চিকিৎসা ফাইল সংগ্রহ করেন। তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্য জানতে লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তারা ফোনে কথা না বলে সরাসরি হাসপাতালে যেতে বলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ