শাকিল জামালপুর প্রতিনিধি: বুটেক্স অধিভূক্ত শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আয়োজনে সরকারী ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয়ে জামালপুরে আন্তঃটেক্সটাইল চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জামালপুরের মেলান্দহের ভাবকী শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ টাংগাইল বনাম বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট দেখতে শতশত ফুটবল প্রেমী জনতা উপস্থিত হন।
টাইবেকারে ৭-৬ গোলে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বিজয়ী হয়।
উক্ত ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন ডেনিম সোলিওশনের ম্যানিজিং ভিরেক্টর এস এম সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রাণলয়ের উপপরিচালক রাজু আহমেদ,শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ দাস।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ টাংগাইল বনাম বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ফুটবল টুর্ণামেন্টে কোন পক্ষই পুরো ম্যাচের ৬০ মিনিটে গোল করতে পারেনি পড়ে ম্যাচ ট্রাইবেকার গড়ায় এবং
ট্রাইবেকারে ৭-৬ গোলে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ টাংগাইলকে পরাজিত করে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বিজয়ী হয়।
টেক চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা দেখতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় দর্শক মাঠে উপস্থিত হন।