মরহুম আশেক মাহমুদ স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪

doinikjamalpurbarta

শাকিল হোসেন দৈনিক জামালপুর বার্তা: পলাশগড় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠিতা মরহুম আশেক মাহমুদ এর ৫ মৃত্যু বার্ষিকী উৎপলাক্ষে মরহুম আশেক মাহমুদ এর স্মরণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পলাশগড় স্পোর্টিং ক্লাব।

১৫ নভেম্বর ( শুক্রবার ) বিকাল ৩ টা সময় পলাশগড় ঐতিহ্যবাহী বিল পাড় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । খেলায় অংশগ্রহণ করেন পলাশগড় স্পোর্টিং ক্লাবের কনিষ্ঠ সদস্য বনাম ক্লাবের জ্যেষ্ঠ সদস্য বৃন্দ

উক্ত খেলায় পলাশগড় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠিতা উপদেষ্টা ও জামালপুর শহর বি এন পি এর সহ সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর শহর বি এন পি এর সাধারণ সম্পাদক শাহ্ আবদুল্লাহ আল মাসুদ ।

এসময় আরো উপস্থিত ছিলেন শহর বি এন পি এর সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোতালেব চিশতী, ১১ নং ওয়ার্ড বি এন পি উত্তর এর সভাপতি সাইফুল ইসলাম মন্ডল, শহর শ্রমিক নেতা রাজু আহম্মেদ, শহর ছাত্র দল এর সাবেক দপ্তর সম্পাদক সোহান আজমেরী, পলাশগড় ইউনিট বি এন পি এর সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ সহ পলাশগড় স্পোর্টিং ক্লাবের সদস্য ও পলাশগড় গ্রামের নানা শ্রেণি পেশার মানুষ ।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ